লাল ফুল লাল দেখায় কেন ?
লাল ফুল লাল দেখার কারণ
সাদা আলো ফুলটির উপর পড়ে । সাদা আলোর মধ্যে সাতটি বর্ণের আলো থাকে । লাল ফুলটি ওই সাতটি বর্ণ থেকে শুধু মাত্র লাল বর্ণের আলোক ছাড়া অন্য সব বর্ণের আলোক রশ্মিগুলিকে শোষণ করে নেয় । ফলে ওই ফুল থেকে শুধু লাল বর্ণের আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে পরে । তাই ফুলটিকে আমরা লাল দেখি ।