পশ্চিমী ঝঞ্জা কি ? কারণ ও ফলাফল |
পশ্চিমী ঝঞ্জা (Western Disturbance) :
ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমী ঘূর্ণাবর্তের প্রভাবে শীতকালে যে বৃষ্টিপাত হয়, তাকে পশ্চিমী ঝঞ্জা বলে ।
পশ্চিমী ঝঞ্জার কারণ :
১. শীতকালে বায়ুচাপ বলয় দক্ষিণে সরে যায়, ফলে ভারতের উত্তর-পশ্চিম অঞ্চল পশ্চিমাবায়ু বলয়ের অন্তর্ভুক্তি হয় ।
২. ফলাফল সরূপ ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই প্রবেশ করে ও গভীর নিন্মচাপের সৃষ্টি হয় ।
৩. কোন কোন সময় এই নিন্মচাপ উত্তরপ্রদেশের পূর্বাংশ, বিহার, এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয় ।
৪. ক্রমশ এই নিন্মচাপ ঘূর্ণাবর্তের সৃষ্টি করে ।
৫. ঘূর্ণাবর্তের প্রভাবে জম্বু ও কাশ্মীরে বৃষ্টিপাত ও তুষারপাত এবং পাঞ্জাব-হরিয়ানায় বৃষ্টিপাত ঘটে ।
৬. এই রূপ ঘূর্ণাবর্তকে পশ্চিমী ঝঞ্জা / পশ্চিমী ঝামেলা বলে ।
ফলাফল :
১. এই কারণে পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে বছরে দু বার বৃষ্টিপাত হয় ।
২. এই ঘূর্ণাবর্তের প্রভাবে কখনও কখনও উত্তরপ্রদেশ, বিহার, এবং পশ্চিমবঙ্গে শীতকালে স্বল্প পরিমানে বৃষ্টিপাত হয় ।
৩. পশ্চিমী ঝঞ্ঝার ফলে হওয়া বৃষ্টিপাত রবি ফসল, যেমন গমের জন্য উপকারী হয়।
৪. পশ্চিমা অশান্তির ফলে আকাশ মেঘলা ও রাতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং বৃষ্টিপাতের মত ঘটনা ঘটে।
৫. মাঝেমধ্যে ঘন কুয়াশার মতো পরিস্থিতি তৈরি করে যা উত্তর ভারতে বর্ষার বৃষ্টিপাতকে আরও তীব্র করতে সামান্য ভূমিকা পালন করে।