WBCS Last 20 Years থেকে গুরুত্তপূর্ণ কিছু প্রশ্ন – উত্তর । Set -5
নিন্মলিখিত নদীগুলোর মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি ?
মহানদী
নর্মদা
তাপ্তি
সারাবতী
মহানদী আরব সাগরে পতিত হয়নি ।
ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন ?
রাসবিহারী বসু
মহাত্মা গান্ধী
সুভাষচন্দ্র বসু
ক্যাপ্টেন মোহন সিং
সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ।
ভারতের লৌহ মানব কাকে বলা হয় ?
সর্দার বল্লভভাই প্যাটেল
সুরেন্দ্রনাথ ব্যানার্জী
বিপিন চন্দ্র পাল
লালা লাজপৎ রায়
সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় ।
ভিয়েতনামের যুদ্ধে এজেন্ট অরেঞ্জ বা ২,৪,৫ – ট্রাইক্লোরোফেনিক্স অ্যাসেটিক অ্যাসিড (2,4,5-T) বনাচলে ছড়িয়ে দেওয়া হত –
শস্য নষ্ট করার জন্য
বায়ু দূষিত করার জন্য
বনাঞ্চলের পাতা ঝরিয়ে শত্রুশিবির খোঁজার জন্য
দাবানল সৃষ্টি করার জন্য
বনাঞ্চলের পাতা ঝরিয়ে শত্রুশিবির খোঁজার জন্য ভিয়েতনামের যুদ্ধে এজেন্ট অরেঞ্জ বা ২,৪,৫ – ট্রাইক্লোরোফেনিক্স অ্যাসেটিক অ্যাসিড (2,4,5-T) বনাচলে ছড়িয়ে দেওয়া হত ।
মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় ?
১৯০৪
১৯০৬
১৯১০
১৯১৫
১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ।
বছরের কোন সময়ে দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহিত হয় ?
জানুয়ারী থেকে ফেরুয়ারি
মার্চ থেকে জুনের মাঝামাঝি
জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর
অক্টোবর থেকে ডিসেম্বর
জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে দক্ষিণ – পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয় ।
ভারতে তুলাচাষের পক্ষে সবথেকে উপযোগী অঞ্চল কোনটি ?
ব্রহ্মপুত্র উপত্যকা
সিন্ধু গাঙ্গেয় সমভূমি
দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল
কচ্ছের রণ
দাক্ষিণাত্যের লাভাগঠিত অঞ্চল ভারতে তুলাচাষের পক্ষে সবথেকে উপযোগী অঞ্চল ।
নিন্মলিখিত রাজ্যগুলোর মধ্যে কার উপকূলের নাম করমন্ডল উপকূল ?
কর্ণাটক
কেরালা
উড়িষ্যা
তামিলনাড়ু
তামিলনাড়ু উপকূল করমন্ডল উপকূল নাম পরিচিত ।
নার্গিস কি ?
নার্গিস হল এমন একটি নিরক্ষীয় ঘূর্ণিঝড় যাহা – ২০০৮ সালের মে মাসের প্রথম সপ্তাহে মায়ানমারের দক্ষিণ উপকূলস্থ ইরাবতী নদী উপত্যকার উপর দিয়ে বয়ে গেছে ।
ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?
অন্ধ্রপ্রদেশ
বিহার
মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশ সব থাকে বেশি রাজ্যের সীমানা স্পর্শ করেছে ।
এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন : https://thetruestudy.com/2020/04/13/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%97%e0%a7%81%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%aa%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be/
নিন্মলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় ?
গরু
কুকুর
পায়রা
গিরগিটি
গরুর পাকস্থলী হল রুমিন্যান্ট পাকস্থলী ।
নিন্মলিকিত কাঁচামালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির জন্য ব্যাপক ভাবে ব্যবহৃত হয় ?
সেলাই কাঠ
সবাই ঘাস
ছেড়া কাপড়
বাশ
ভারতে কাগজ তৈরির জন্য ব্যাপক ভাবে ব্যবহৃত বস্তুটি হল সবাই ঘাস ।
বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কাকে বলা হয় ?
শক্তি প্রকৃতির বিভিন্ন দিকে রূপান্তরিত হয়
শক্তি সকল প্রকার তন্ত্রের কার্যকারিতার মূল
শক্তির একমুখী রূপান্তর
উপরের কোনোটিই নয়
শক্তির একমুখী রূপান্তরকে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলে ।
কোলকাতার মেট্রোপলিটন অঞ্চলকে কি বলা হয় ?
সমপ্ৰকৃতি অঞ্চল
রীতিসিদ্ধ অঞ্চল
কার্যকরী অঞ্চল
প্রাকৃতিক অঞ্চল
কোলকাতার মেট্রোপলিটন অঞ্চলকে রীতিসিদ্ধ অঞ্চল বলে ।
ব্যাকটেরিয়া ভাইরাস থেকে স্বতন্ত্র কোনটি ?
DNA
RNA
DNA ও RNA
উপরের কোনটি নয়
ভারতে কার্পাস চাষ সবথেকে কোথায় ভালো হয় ?
ল্যাটেরাইট মৃত্তিকায়
পলিমাটি
কৃষ্ণমৃত্তিকা
তরাইতে
কৃষ্ণমৃত্তিকায় কার্পাস চাষ সব থেকে ভালো হয় ।
বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
আলাউদ্দিন মুজাহিদ শাহ
আহমদ শাহ
আলাউদ্দিন বাহমান শাহ
তাজউদ্দীন ফিরোজ শাহ
আলাউদ্দিন বাহমান শাহ হল বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ।
দিল্লির কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং -এর সঙ্গী কে ছিলেন ?
চন্দ্র শেখর আজাদ
বাঘাযতীন
বটুকেশ্বর দত্ত
পরম চাঁদ
বটুকেশ্বর দত্ত দিল্লির কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং -এর সঙ্গী ছিলেন ।
হিন্দুস্তানের তোতাপাখি কে ?
আমির খুসরু
মালিক মহম্মদ জয়সি
রায় ভনমল
পুরন্দর খান
আমির খুসরুকে হিন্দুস্তানের তোতাপাখি বলে |
কত সালে তিলক “কর দেব না” অভিযান করেছিল ?
1896
1898
1895
1896 সালে তিলক “কর দেব না” অভিযান করেছিল |
একটি ঘড়ির স্প্রিংকে গুটালে কি ধরণের শক্তি কাজ করে ?
গতি শক্তি
স্থিতি শক্তি
তড়িৎ শক্তি
চুম্বক শক্তি
একটি ঘড়ির স্প্রিংকে গুটালে স্থিতি শক্তি কাজ করে |
মাসিক পত্রিকা “দিকদর্শন” কে প্রকাশ করেন ?
মার্শম্যান
রামমোহন রায়
শিশিরকুমার ঘোষ
দ্বারকানাথ ঠাকুর
মাসিক পত্রিকা “দিকদর্শন” মার্শম্যান প্রকাশ করেন |
সারা ভারত আপৎকালীন অবস্থা কে জারি করতে পারেন ?
রাষ্ট্রপতি
প্রধান মন্ত্রী
প্রধান সেনাপতি
লোকসভার অধ্যক্ষ
রাষ্ট্রপতি ক্ষমতাবলে সারা ভারত আপৎকালীন অবস্থা জারি করতে পারেন |
“দোকানী” মুদ্রা কে চালু করেছিলেন ?
বলবন
ইলতুৎমিস
রাজিয়া
মহম্মদ বিন তুগলক
মহম্মদ বিন তুগলক “দোকানী” নামক মুদ্রার প্রচলন করেছিলেন |
ইউরিয়া মানুষের শরীরের কোথায় তৈরী হয় ?
লিভার
ইউরিনারি ব্লাডার
কিডনী
হিমোগ্লোবিন
ইউরিয়া মানুষের শরীরের লিভারে তৈরী হয় |