WBCS Last 20 Years থেকে গুরুত্তপূর্ণ কিছু প্রশ্ন – উত্তর । Set -2
অশ্বঘোষ
নাগার্জুন
হরিসেন
বসুমিত্র
হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ।
বুদ্ধদেব কোথায় তার বাণী প্রথম প্রচার করেন ?
কুশীনগর
বুদ্ধগয়া
কাশী
সারনাথ
বুদ্ধদেব সারনাথ -এ সর্বপ্রথম তার বাণী প্রচার করেন ।
ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত ?
ওয়াটসন ও ক্রিক DNA -এর গঠন আবিষ্কার করেন ।
প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে ?
১০
২০
৩০
৪০
প্রকৃতিতে মোট ১০টি অ্যামিনো অ্যাসিড আছে ।
যদি EGIK = FILO হয়, তবে FHJL = কত হবে ?
GJMP
GJPM
HGMN
GMJO
কে ‘অমিত্রঘাত’ উপাধি ধারণ করে ?
বিম্বিসার
বিন্দুসার
অশোক
কালাশক
বিন্দুসার ‘অমিত্রঘাত’ উপাধি ধারণ করে ।
নাসিক প্রশস্তি (শিলা লিপি) কে প্রচার করেন ?
গৌতমীপুত্র সাতকর্ণী
সমুদ্রগুপ্ত
হর্ষবর্ধন
ধর্মপাল
গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি প্রচার করেন ।
নিচের সংখ্যা শ্রেনিতে বিষম সংখ্যা কোনটি ?
২৫, ৪৯, ৮১, ১২১, ১৬৯
২৫
৮১
১২১
১৬৯
বাংলার শেষ স্বাধীন সুলতান কে ছিলেন ?
হুসেন শাহ
গিয়াসুদ্দিন মামুদ শাহ
নসরৎ শাহ
ইলিয়াস শাহ
গিয়াসুদ্দিন মামুদ শাহ ছিলেন বাংলার শেষ স্বাধীন সুলতান ।
গান্ধীজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
বরদৌলা
ডান্ডি
চৌরিচৌরা
চম্পারণ
চম্পারনে গান্ধীজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ।
ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ কোথায় অবস্থিত ?
হিমালয়
ভারত মহাসাগর
আন্টার্কটিকা
আরবসাগর
ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী’ আন্টার্কটিকায় অবস্থিত ।
নিন্মলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে NEFA নাম পরিচিত ছিল ?
নাগাল্যান্ড
মনিপুর
অসম
অরুণাচল প্রদেশ
অরুণাচল প্রদেশ আগে NEFA নাম পরিচিত ছিল ।
৭ দ্বারা বিভাজ্য একটি সংখ্যাকে ৪, ৯ অথবা ১২ দ্বারা ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে । সংখ্যাটি কি ?
৭৭
৯৮
১৪৭
২১০
বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিলো ?
১৯৪২
১৯৪৪
১৯৪৬
১৯৪৮
১৯৪৬ সালে বোম্বাইতে তরোয়াল নামক জাহাজে ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ ঘটেছিলো । এই বিদ্রোহে ১৫০০ জন নাবিক প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিল । পরে ২০,০০০ নাবিক ও কর্মী এই বিদ্রোহে অংশ গ্রহণ করেছিল ।
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন ?
M .N . Joshi
জহরলাল নেহেরু
লালা লাজপৎ রায়
মুজাফ্ফর আহমেদ
১৯২০ খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস (AITUC) প্রতিষ্ঠা হয় । ১৯২০ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর বোম্বাইতে উদ্বোধনী সম্মেলনে লালা লাজপৎ রায় সভাপতিত্ব করেন । এই অধিবেশনে ৮০৫ জন প্রতিনিধি এই অধিবেশনে যোগদান করে ।
আলেকজান্ডার কত থিন ভারতে ছিলেন ?
১৬৫ মাস
১৯ মাস
২০ মাস
২৮ মাস
আলেকজান্ডার ১৯ মাস ভারতে ছিলেন ।
‘বাবরনামা’ -র লেখক কে ছিলেন ?
আবুলফাজল
ফিরদৌসি
আফিফ
বাবর
‘বাবরনামা’ হলো একটি আত্মকথা । বাবার নিজের আত্মজীবনী বাবরনামা গ্রন্থে লিপিবদ্ধ করেন ।
কোন দেশ সর্বপ্রথম হাই রিসোলিউশন ম্যাপিং উপগ্রহ ক্ষেপন করে ?
চিন
জাপান
মার্কিন যুক্তরাষ্ট্র
রাশিয়া
চীন সর্বপ্রথম হাই রিসোলিউশন ম্যাপিং উপগ্রহ ক্ষেপন করে ।
আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিল ?
লর্ড লিটন
লর্ড মেয়ো
লর্ড কার্জন
উপরের কেউ নন
আন্দামানে ভারতের যে গভর্নর জেনারেল নিহত হয়েছিল তিনি হলেন লর্ড মেয়ো
ঘূর্ণমান পরিকল্পনার সময়কাল কি ছিল ?
১৯৭৮ – ৮৩
১৯৭৩ – ৭৮
১৯৭০ – ৭৫
১৯৮০ – ৮৫
১৯৭৮ – ৮৩ এই সময়ে ঘূর্ণমান পরিকল্পনা রূপায়িত হয়েছিল ।
হলদিয়া হলো একটি –
পেট্রো – রসায়ন শিল্প কেন্দ্র
গভীর সমুদ্র মৎসচাষ কেন্দ্র
লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র
কারিগরি শিল্পকেন্দ্র
পাকস্থলীর গ্যাস্টিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকটি কি ?
ইনসুলিন
টায়ালিন
পেপসিন
ট্রিপসিন
পাকস্থলীর গ্যাস্টিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকটি হল পেপসিন ।
দুটি ট্রেন, প্রতিটি ২০০ মিটার লম্বা, সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় ১০ সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে । ট্রেন দুটির গতি হল –
১৮ কিমি / ঘন্টা
৩৬ কিমি / ঘন্টা
২০ কিমি / ঘন্টা
৭২ কিমি / ঘন্টা
উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেট, সেই উপাদানটি কি ?
সেলুলোজ
সুক্রোজ
স্টার্চ
লিগনিন
নিচের সংখ্যাটির পরবর্তী সংখ্যাটি হল –
৩০, ৪২, ৫৬, ৭২, _____
৮৪
৮৮
৯০
৯২