পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী / উপজাতির নাম ও বাসস্থান । WBCS প্রস্তুতি
The True Study -তে আপনাদের স্বাগত । যারা প্রতিনিয়ত আমার ওয়েবসাইটটি ফলো করছেন তাদের ধন্যবাদ ।
WBCS বা WBPSC -এর যে কোন competitive exam -এ পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী / উপজাতির নাম ও বাসস্থান সম্পর্কে প্রশ্ন জানতে চাওয়া হয় । কিন্তু পরীক্ষার্তীরা এই বিষয়টি স্কিপ যায়, কারণ এই বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য সুনির্দিষ্ট ভাবে পাওয়া যায় না । এই পোস্টিতে আমি সেই বিষয়টি টেবিল এর আকারে তুলে ধরলাম, বিভিন্ন information থাকে তথ্য ও পুরোনো কিছু ম্যাগাজিন থেকে আমি এই information -গুলি বার করেছি । আশাকরি তোমাদের দরকারে লাগবে ।
এই পোস্টটি ক্রমশ আপডেট করবো , উপযুক্ত তথ্য সংগ্রহের মাধ্যমে ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী / উপজাতির নাম ও বাসস্থান
আদিবাসী / উপজাতির নাম | বাসস্থান |
---|---|
সাঁওতাল | কলকাতা , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , দার্জিলিং , কোচবিহার , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , হুগলী , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , বীরভূম , বাঁকুড়া , মালদহ , পুরুলিয়া , নদীয়া , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর |
অসুর | কোচবিহার , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , দার্জিলিং , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , নদীয়া , হাওড়া , হুগলী , কলকাতা , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার |
গোর্খা | দার্জিলিং ও কালিম্পঙ |
শবর | কলকাতা , নদীয়া , দার্জিলিং , জলপাইগুড়ি , আলুপুরদুয়ার , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , হাওড়া , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর , ঝাড়গ্রাম , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান |
করমালি | উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর , পুরুলিয়া , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম |
কিসান | উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , নদীয়া , দার্জিলিং, পুরুলিয়া , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম |
হো | উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , নদীয়া , জলপাইগুড়ি , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান |
গারো | কোচবিহার , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , দার্জিলিং , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , পুরুলিয়া , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর |
চাকমা | কোচবিহার , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার |
লেপ্চা | উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , কালিম্পঙ , দার্জিলিং , জলপাইগুড়ি |
খোন্দ | দার্জিলিং , জলপাইগুড়ি , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , হুগলী , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম |
ভুটিয়া | কলকাতা , কোচবিহার , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , কালিম্পঙ |
মুন্ডা | কলকাতা , বীরভূম , দার্জিলিং , মালদহ , নদীয়া , কোচবিহার , পুরুলিয়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , হাওড়া , হুগলী , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর , মুর্শিদাবাদ |
মেচ | নদীয়া , কোচবিহার , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর , বাঁকুড়া , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , দার্জিলিং , মালদহ , হুগলী |
ওঁরাও | কলকাতা , বাঁকুড়া , নদীয়া , কোচবিহার , দার্জিলিং , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , মালদহ , হাওড়া , হুগলী , বীরভূম , মুর্শিদাবাদ , ঝাড়গ্রাম , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , পুরুলিয়া , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর |
হাজং | কোচবিহার , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , কলকাতা , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , জলপাইগুড়ি , হাওড়া , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর |
গোল্ড | কলকাতা , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , পুরুলিয়া , দার্জিলিং , হাওড়া , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর |
মগ | উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , পুরুলিয়া , জলপাইগুড়ি , পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , বীরভূম |
চেরো | পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান , জলপাইগুড়ি , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া , হুগলী , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা |
বিরহোর | জলপাইগুড়ি , দার্জিলিং , নদীয়া , পুরুলিয়া |
কোরওয়া | উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর , হুগলী , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , দার্জিলিং |
কোড়া | উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , কলকাতা , দার্জিলিং |
রাভা | মালদহ , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , দার্জিলিং , পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম , কোচবিহার , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার |