বর্ণালী (Spectrum) কাকে বলে ?
বর্ণালী (Spectrum)
সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণের ফলে বিশ্লিষ্ট হয়ে সাতটি বিভিন্ন বর্ণের আলোকগুচ্ছে পরিণত হয় । প্রিজম থেকে নির্গত এই আলোকগুচ্ছকে পর্দায় ফেললে, পর্দায় ওই সাতটি বিভিন্ন বর্ণের একটি পটি সৃষ্টি হয় । তাকে বর্ণালী বলে ।
সাদা আলো বিচ্ছুরিত হয়ে যে বর্ণালী তৈরী হয়, তাকে সাতটি বর্ণের ক্রম অনুযায়ী সাজালে “VIBGYOR” শব্দ পাওয়া যায় । এবং বাংলা বর্ণ অনুসারে সাজালে “বেনীয়াসহকলা” শব্দ পাওয়া যায় । নিন্মে ক্রোম অনুসারে শব্দ এই রূপ –
– বেগুনী (Violet)
– নীল (Indigo)
– আকাশী নীল (Blue)
– সবুজ (Green)
– হলুদ (Yellow)
– কমলা (Orange)
– লাল (Red)

কাচের তৈরী ফাঁপা প্রিজমের দুই প্রতিসারক তল AB এবং AC সমান্তরাল প্লেটের মত কাজ করে । সাদা আলো PQ প্রতিসারক তল AB দ্বারা প্রতিসৃত হয়ে PQ -এর সমান্তরাল ভাবে ফাঁপা জায়গার মধ্যে RS পথে নির্গত হয়ে দ্বিতীয় পৃষ্ঠ AC -তে আপতিত হয় । AC ও সমান্তরাল প্লেট বলে ঐ রশ্মি যখন AC থেকে নির্গত হয় তখন PQ -এর সমান্তরাল ভাবে বায়ুতে TK পথে নির্গত হয় ।
সব বর্ণের আলোক রশ্মিগুলি একইভাবে প্রিজম থেকে নির্গত হওয়ার ফলে সাদা রশ্মির বিচ্ছুরণ হয় না । সুতরাং কোন বর্ণালীর সৃষ্টি হয় না ।