সিন্ধু সভ্যতার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও নদীর নাম
WBCS ও পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি পরীক্ষায় সিন্ধু সভ্যতা / বৈদিক সভ্যতা একটি গুরুত্বপূর্ণ chapter । প্রতি পরীক্ষায় এই chapter থেকে প্রশ্ন আসবেই আসবে । তাই পরীক্ষাথীদের সুবিধার্থে আমি The True Study-তে important অনেক প্রশ্ন ও তার উত্তর যা বিভিন্ন পরীক্ষায় এসেছে বা আস্তে পারে, তা পোস্ট করেছি । এই পোস্টটিও সিন্ধু সভ্যতা / বৈদিক সভ্যতার উপর ।
বিষয় : সিন্ধু সভ্যতায় উল্লেখ পাওয়া যায় এমন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সেই স্থানের নদীর নাম
সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান | নদীর নাম |
---|---|
হরপ্পা | রাভী |
মহেঞ্জোদারো | সিন্ধু |
লোথাল | ভগাবর |
কালিবঙ্গান | ঘর্ঘরা |
রোপার | শতদ্রু |
আলমগীরপুর | হিন্দন |
দিমাবাদ | প্রভার |
সুক্তাজেন্দোর | আরবসাগর |
বনওয়ালি | সরস্বতী |
কোটদিজি | সিন্ধু |
বালাকোট | সিন্ধুর উপকূল |
দেশালপুর | ভাদর |
আলহাদিনো | সিন্ধু |
রোজদি | ভাদর |
মানদা | চন্দ্রভাগা |