পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা কর
পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতির বৈশিষ্ট্য :
ভূপ্রকৃতিগত বৈচিত্র্য ও ভূমির গঠন অনুসারে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা যায় —
ক) উত্তরের পার্বত্য অঞ্চল
খ) পশ্চিমের মালভূমি অঞ্চল
গ) সমভূমি অঞ্চল
ক) উত্তরের পার্বত্য অঞ্চল
ভূ-প্রকৃতি:
তিস্তার পশ্চিম অঞ্চল :-
২) দার্জিলিং পর্বতশ্রেণি
– সান্দাকফু (৩৬৩০ মিঃ) (পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ)
– ফালুট (৩৫৯৫ মিঃ)
– সবরগ্রাম (৩৫৪৩ মিঃ)
– টাংলু (৩০৩৬ মিঃ)

টাইগারহিলের দক্ষিণে ডাউহিল ।
ডাউহিলের পশ্চিমঢালে রয়েছে কার্শিয়াং ।
পেডং যার অর্থ ‘ফার গাছের দেশ’ । এই অংশের মধ্য দিয়ে সিল্ক রুট তিব্বত পর্যন্ত বিস্তৃত হয়েছিল ।
তিস্তার পূর্ব অঞ্চল :-
রেনিগাঙ্গ (১,৮৮৫ মিঃ)
ছোটোসিঞ্চুলা (১,৭৯৫ মিঃ)
চোলা পর্বতশ্রেণী/দূরবীনদারা পর্বতশ্রেণীঃ
দেওলো পর্বত (১,৭০৪ মিঃ)
দূরপিন (১,৩৭২ মিঃ)
ঋষিলা (৩,১২১ মিঃ) – এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ
খ) পশ্চিমের মালভূমি অঞ্চল
ভূ-প্রকৃতি:
২) দীর্ঘদিনের ক্ষয়ের ফলে সমগ্র অঞ্চলটি একটি তরঙ্গায়িত সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে ।
৩) ঢেউ খেলানো উঁচু নিচু প্রান্তরে মাঝে মাঝে ছোট ছোট টিলা বা ডুরিং বা মোনাডনক দেখতে পাওয়া যায় । এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল
(পশ্চিমের মালভূমি অঞ্চলের উল্লেখযোগ্য পাহাড়গুলি ও তাদের অবস্থান নিন্মে উল্লেখ করা হল)
পশ্চিমের মালভূমি অঞ্চলের উল্লেখযোগ্য পাহাড় | যে জেলায় অবস্থিত |
---|---|
অযোধ্যা (গর্গাবুরু ৬৭৭ মিটার পশ্চিমের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ) | পুরুলিয়া |
বাগমুন্ডি | পুরুলিয়া |
পাঞ্চেত | পুরুলিয়া |
ভান্ডারী | পুরুলিয়া |
পরশ | পুরুলিয়া |
রঘুনাথপুর | পুরুলিয়া |
জয়চন্ডী | পুরুলিয়া |
বেলপাহাড়ী | ঝাড়গ্রাম |
গুরুমা | পুরুলিয়া |
মামাভাগ্নে | বীরভূমি |
মথুরখালি | বীরভূমি |
শুশুনিয়া | বাঁকুড়া |
বিহারীনাথ | বাঁকুড়া |
মশক | বাঁকুড়া |
কোড়া | বাঁকুড়া |
ঠাকুরান | প: মেদিনীপুর |
গ) সমভূমি অঞ্চল
ভূ-প্রকৃতি:
২) দক্ষিণবঙ্গের সমভূমি অঞ্চল
১) উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল:
ক) তরাই ও ডুয়ার্স – (এই অংশের বিস্তারিত বিবরণ পড়ুন : তরাই ও ডুয়ার্স কাকে বলে? তরাই ও ডুয়ার্স অঞ্চলের ভূ-প্রকৃতির বিবরণ)
(i) বরেন্দ্রভূমি: (এই অংশের বিস্তারিত বিবরণ পড়ুন : বরেন্দ্রভূমি ও দিয়ারা কাকে বলে ? পার্থক্য উল্লেখ করো)
(ii) দিয়ারা: (এই অংশের বিস্তারিত বিবরণ পড়ুন : বরেন্দ্রভূমি ও দিয়ারা কাকে বলে ? পার্থক্য উল্লেখ করো)
(iii) তাল: (এই অংশের বিস্তারিত বিবরণ পড়ুন : তাল কি? পশ্চিমবঙ্গের কোথায় তাল দেখা যায়)
(ii) গাঙ্গেয় বদ্বীপ সমভূমি – (এই অংশের বিস্তারিত বিবরণ পড়ুন : পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চলের ভূ-প্রকৃতি ও নদ-নদীর বিবরণ)
(iii) উপকূলের বালিময় সমভূমি – পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে বালিময় সমভূমি বা বালিয়াড়ি দেখা যায় । দিঘা ও কাঁথি এর মধ্যে উল্লেখযোগ্য ।
এই অঞ্চলে অনেক জলাভূমি দেখা যায় । জুনপুট ও দেউলির নিকট এমন জলাভূমি দেখা যায় ।
(iv) সুন্দরবন অঞ্চল – উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ অংশে সুন্দরবন অবস্থিত । পলিগঠিত এই অঞ্চল খুব নিচু, কর্দমাক্ত ও লবনাক্ত । এই অঞ্চলে অসংখ্য শাখা নদী, দ্বীপ, চর, খাড়ি ইত্যাদি দেখা যায় । সমগ্র অঞ্চলের উচ্চতা ১০ মিটারের কম ।