প্রিজম (Prism) কি ?
প্রিজম
প্রিজম হল একটি সমসত্ত্ব -স্বচ্ছ মাধ্যম । এটির পাঁচটি তল থাকে । প্রিজমের তিনটি তল আয়তকার এবং দুটি তল ত্রিভুজাকার ।
আলোক রশ্মি প্রিজমের যে তলে (AB, AC তল ) আপতিত হয় ও যে পৃষ্ঠ থেকে নির্গত হয়, তাদের প্রতিসারক বলে ।
প্রিজমের প্রতিসারক তলকে লম্বভাবে ছেদ করলে যে তল পাওয়া যায়, তাকে প্রিজমের প্রধান ছেদ (ABC) বলে ।
দুটি প্রতিসারক তল পরস্পর যে কোন মিলিত হয়, ঐ কোনকে প্রতিসারক কোন (কোন BAC) বলে ।