মৌলিক বর্ণ কাকে বলে?
মৌলিক বর্ণ
বর্ণালীর সাতটি বিভিন্ন বর্ণের (বেণীআসহকলা)মধ্যে তিনটি বিশেষ বর্ণকে যথাযত মিশিয়ে যে কোন বর্ণ সৃষ্টি করা যায় ।
এই তিনটি বর্ণ হল –
লাল
সবুজ
আকাশী নীল
লাল + সবুজ = হলুদ
আকাশী নীল + সবুজ = গাঢ় নীল
অন্যান্য বর্ণগুলিকে উপযুক্ত পরিমানে মেশালেও এই তিনটি বর্ণকে (লাল, সবুজ,
আকাশী নীল) তৈরী করা যায় না ।
তাই এই তিনটি বর্ণকে প্রাথমিক বা মৌলিক বর্ণ বলে ।