ভারতের কিছু প্রখ্যাত ব্যক্তিত্ব ও তিনি যে নামে পরিচিত | WBCS প্রস্তুতি
The True Study -তে আপনাদের স্বাগত । যারা প্রতিনিয়ত আমার এই ওয়েবসাইট টি ফলো করছেন তাদের ধন্যবাদ ।
এই পোস্টটিতে আমি ভারতের কিছু প্রখ্যাত ব্যক্তি এবং তাদের উপাধি বা তারা যে নাম পরিচিত, তা নিয়ে আলোচনা করবো । তোমার যারা যারা WBCS বা যে কোনো Competitive Exam -এর প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই পোস্ট টি খুব গুরুত্বপূর্ণ । যে কোনো Competitive Exam -এ ১টি বা ২টি প্রশ্ন “প্রখ্যাত ব্যক্তিত্ব ও তিনি যে নামে পরিচিত” থেকে আসে । আশা করি পোস্টটি তোমাদের ভালো লাগবে ।
প্রখ্যাত ব্যক্তির নাম | তিনি যে নাম পরিচিত |
---|---|
হর্ষবর্ধন | সকলোত্তর পথনাথ |
কনিষ্ক | দ্বিতীয় অশোক |
মিহির কুল | ভারতের অ্যাটিলা |
স্কন্দগুপ্ত | ভারতের মুক্তিদাতা বা হুন আক্রমণের প্রতিরোধকরী |
সমুদ্রগুপ্ত | ভারতের নেপোলিয়ন |
চেঙ্গিস খাঁ | ভগবানের চাবুক |
নাগার্জুন | ভারতের আইনস্টাইন |
সুলতান হুসেন শাহ | বাংলার আকবর |
সৈয়দ আহম্মদ খান | ভারতের মুসলিম সম্প্রদায়ের জাগরণের দূত |
দাদাভাই নৌরজি | ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান ভারতের অনানুষ্ঠানিক রাষ্ট্রদূত |
খান আব্দুল গফ্ফর খান | সীমান্ত গান্ধী |
সরোজিনী নাইডু | প্রাচ্যের বুলবুল |
বাল গঙ্গাধর তিলক | মহারাষ্ট্র কেশরী / ফাদার অব ইন্ডিয়ান আনরেস্ট |
বিশ্বনাথ সর্দার | বাংলার রবিনহুড বা বিশে ডাকাত |
রামরতন মল্লিক | বাংলার নানাসাহেব |
জয়নুল আবেদিন | কাশ্মীরের আকবর |
বাল গঙ্গাধর তিলক | লোকমান্য |
অ্যানি বেসান্ত | ভারতের অর্থনৈতিক জাতীয়তাবাদের জননী |
ভিকাজী রুস্তম মাদাম কামা | বিপ্লববাদের জননী |
বাসুদেব বলবন্ত ফাড়কে | বিপ্লববাদের জনক |
আমির খসরু | ভারতের তোতাপাখি |
টি. প্রকাশম | অন্ধ্রকেশরী |
সি. এন. আন্নাদুরাই | আনা |
হুমায়ুন শাহ | জালিন |
ইব্রাহিম আদিল শাহ | জগদগুরু |
ফিরোজ শাহ তুঘলক | সুলতানি যুগের আকবর |
লর্ড রিপন | স্থানীয় স্বশাসনের জনক |
স্যার চার্লস মেটক্যাফ | ভারতীয় সংবাদপত্রের সংস্কারক |
ঈশ্বরচন্দ্র বন্ধোপাধ্যায় | বিদ্যাসাগর (কলকাতা সংস্কৃত কলেজ থাকে দিয়েছিলো) |
রাজা রামমোহন রায় | ভারতের পথিক / নব যুগের প্রবর্তক |
মোহনদাস করমচাঁদ গান্ধী | মহাত্মা |
রবীন্দ্রনাথ ঠাকুর | বিশ্বকবি / গুরুদেব / কবিগুরু |
সি. এফ. অ্যান্ড্রুজ | দীনবন্ধু |
বল্লব ভাই প্যাটেল | সর্দার / ভারতের লৌহ মানব |
সুভাষচন্দ্র বসু | নেতাজী / এশিয়ার আলোকস্তম্ভ |
শিবাজি | পার্বত্য মূষিক (ঔরঙ্গজেব দিয়েছিলো) / ছত্রপতি |
আলাউদ্দিন খিলজী | পৃথিবীর মালিক |