ক্ষণস্থায়ী ও বোধগম্য শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন ?
এটি নির্ণয় করার জন্য আমাদের জানতে হবে শব্দ নির্বন্ধ কি ?
কোন ক্ষণস্থায়ী শব্দ কানে এসে পৌঁছালে, ঐ শব্দটি থেমে যাওয়ার পরও ঐ শব্দের অনুভূতি আমাদের মস্তিস্কে ১/১০ সেকেন্ড পৰ্যন্ত স্থায়ী থাকে । এই সময় কালের মধ্যে অন্য কোন শব্দ আমরা শুনতে পাইনা । এই সময় কালকে শব্দ নির্বন্ধ (Persistence of Hearing)বলে ।
এখন, আমরা জানি,
বায়ুতে শব্দের গতিবেগ = ৩৩২ মিটার / প্রতি সেকেন্ড
=> ১ সেকেন্ডে শব্দ অতিক্রম করে ৩৩২ মিটার
=>১/১০ সেকেন্ডে শব্দ অতিক্রম করে = ৩৩.২ মিটার
এখন উৎস থাকে উৎপন্ন শব্দটি প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার উৎসের কাছে ফিরে আসে , সুতরাং, শব্দটি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে ।
সুতরাং কোন ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হবে
= ৩৩.২/২ মিটার
=১৬.৬ মিটার ।
বোধগম্য শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব:
মানুষ সেকেন্ডে ৫ – টির বেশি পদাংশ (syllable) উচ্চারন করতে পারে না, সুতরাং একমাত্রিক শব্দ বা এক পদাংশ শব্দ (mono syllabus) , যেমন “a” উচ্চারণ করতে আমাদের সময় লাগে ১/৫ সেকেন্ড।
এখন, আমরা জানি,
বায়ুতে শব্দের গতিবেগ = ৩৩২ মিটার / প্রতি সেকেন্ড
=> ১ সেকেন্ডে শব্দ অতিক্রম করে ৩৩২ মিটার
=>১/৫ সেকেন্ডে শব্দ অতিক্রম করে = ৬৬.৪ মিটার
এখন উৎস থাকে উৎপন্ন শব্দটি প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার উৎসের কাছে ফিরে আসে , সুতরাং, শব্দটি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে ।
সুতরাং কোন একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হবে
= ৬৬.৪/২ মিটার
=৩২.২ মিটার
একই ভাবে , কোন দ্বিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হবে = =৩২.২ মিটার *২ = ৬৬.৪ মিটার
একই ভাবে , কোন ত্রিমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হবে = =৩২.২ মিটার *৩ = ৯৯.৬ মিটার