ভারতের স্মরণীয় ব্যক্তিদের সমাধিস্থল / স্মৃতিসৌধ
বন্ধুরা তোমরা যারা WBCS বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার Preparation নিচ্ছ আমার এই পোস্টটি তাদের খুবই সহায়তা করবে । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় General Knowledge থেকে বেশকিছু প্রশ্ন থাকে । এই পোস্টটি তারই অংশ ।
আমি ভারতের কিছু বিখ্যাত ব্যক্তির নাম ও তাদের স্মৃতিসৌধের কয়েকটি গুরুত্বপূর্ণ তালিকা সংগ্রহ করেছি । আশা করি, এই information-গুলি আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে।
ভারতের স্মরণীয় ব্যক্তিদের সমাধিস্থলের নাম নিন্মে বর্ণনা করা হল –
ব্যক্তির নাম | সমাধিস্থল | স্থান |
---|---|---|
বি আর আম্বেদকর | চৈত্যভূমি | দাদার (মহারাষ্ট্র) |
চন্দ্রশেখর | জান্নয়ক স্থল (Place of people’s leader) | দিল্লি |
চৌধুরী চরণ সিং | কিষাণ ঘাট (Farmer’s Platform) | দিল্লি |
দেবী লাল | সংঘর্ষ স্থল (Place of Struggle) | দিল্লি |
জ্ঞানী জৈল সিং | একতা স্থল (Place of Unity) | দিল্লি |
গুলজারিলাল নন্দা | নারায়ন ঘাট | আমেদাবাদ (গুজরাট) |
আই কে গুজরাল | স্মৃতি স্থল (Place of Remembrance) | দিল্লি |
ইন্দিরা গান্ধী | শক্তি স্থল (Place of Power) | দিল্লি |
জগজীবন রাম | সমতা স্থল (Place of Equality) | দিল্লি |
জওহরলাল নেহেরু | শান্তিবন (Garden of Peace) | দিল্লি |
কৃষ্ণকান্ত | নিগমভূত ঘাট | দিল্লি |
লাল বাহাদুর শাস্ত্রী | বিজয় ঘাট (Victory Platform) | দিল্লি |
মহাত্মা গান্ধী | রাজঘাট (Royal Steps) | দিল্লি |
মোরারজি দেশাই | অভয় ঘাট | আমেদাবাদ (গুজরাট) |
পি ভি নরসিমা রাও | পি ভি ঘাট | দিল্লি |
কে আর নারায়নন | একতা স্থল (Karma Bhoomi) | দিল্লি |
রাজীব গান্ধী | বীরভূমি (Land of Brave) | দিল্লি |
রাজেন্দ্র প্রাসাদ | মহাপ্রয়াণ ঘাট | পাটনা |
শঙ্কর দয়াল শর্মা | কর্মভূমি (Land of Duty) | দিল্লি |