জৈনধর্মের ২৪ জন তীর্থঙ্কর ও তাদের সংশ্লিষ্ট চিহ্নগুলির নাম উল্লেখ করো ।
জৈনধর্মের ২৪ জন তীর্থঙ্কর, তাদের সংশ্লিষ্ট চিহ্ন ও নির্বাণ স্থান সম্পর্কে নিন্মে আলোচনা করা হল ।
No. | তীর্থঙ্করের নাম | প্রতীক চিহ্ন | নির্বান স্থান |
---|---|---|---|
1 | ঋষভনাথ | ষাঁড় | অষ্টপদ পর্বত |
2 | অজিতনাথ | হাতি | সম্মেত শিখর |
3 | সম্ভরনাথ | ঘোড়া | সম্মেত শিখর |
4 | অভিনন্দন স্বামী | বনমানুষ/বানর | সম্মেত শিখর |
5 | সুমতিনাথ | বক | সম্মেত শিখর |
6 | পদ্মপ্রভা | লাল পদ্ম | সম্মেত শিখর |
7 | সুপার্শ্বনাথ | স্বস্তিক | সম্মেত শিখর |
8 | চন্দ্রপ্রভা | চাঁদ | সম্মেত শিখর |
9 | সুবিধিনাথ | কুমির | সম্মেত শিখর |
10 | শীতলনাথ | শ্রীবৎস | সম্মেত শিখর |
11 | শ্রেয়াংশনাথ | গন্ডার | সম্মেত শিখর |
12 | বাসুপূজা | মহিষ | চম্পা নাগরি |
13 | বিমলনাথ | বন্য শুকর | সম্মেত শিখর |
14 | অনন্তনাথ | বাজপাখি | সম্মেত শিখর |
15 | ধৰ্মনাথ | বজ্র | সম্মেত শিখর |
16 | শান্তিনাথ | হরিণ | সম্মেত শিখর |
17 | কুন্থুনাথ | ছাগল | সম্মেত শিখর |
18 | আরনাথ | মাছ | সম্মেত শিখর |
19 | মল্লিনাথ | জলপাত্র | সম্মেত শিখর |
20 | মুনিসুব্রত | কচ্ছপ | সম্মেত শিখর |
21 | নমিনাথ | নীলপদ্ম | সম্মেত শিখর |
22 | অরিষ্টনেমিনাথ | শঙ্খ | রায়বতগিরি |
23 | পার্শ্বনাথ | ফণাতোলা সাপ | সম্মেত শিখর |
24 | মহাবীর | সিংহ | পাভাপুরি |
* সম্মেত শিখর হল জৈন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থস্থান । এটি সম্মেদ শিখর বা শিখরজি নামেও পরিচিত । ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে এটি অবস্থিত । মনে করা হয় জৈনদের ২৪ জন তীর্থঙ্করের মধ্যে ২০ জন এখানে নির্বাণ লাভ করেন ।