1857 সালের মহাবিদ্রোহের বিস্তার (স্থান ও নেতৃবৃন্দ)
1857 সালের মহাবিদ্রোহের নেতৃবৃন্দ
1857 সালের মহাবিদ্রোহ সর্বপ্রথম শুরু হয় কলকাতার ১২ মাইল উত্তরে ব্যারাকপুরে । তারপর সংবাদ পৌঁছায় লৌখনোতে । সেইখানে বিদ্রোহ শুরু হয় । তারপর দিল্লিতে । এই ভাবে সারা ভারতবর্ষে এই বিদ্রোহের আগুন ছড়িয়ে পরে ।
নিন্মে 1857 সালের মহাবিদ্রোহের স্থান ও সেই স্থানের নেতৃবৃন্দের বিশদ বিবরণ আলোচনা করা হল –
স্থান | নেতৃবৃন্দ |
---|---|
ব্যারাকপুর | মঙ্গল পান্ডে |
দিল্লি | দ্বিতীয় বাহাদুর শাহ, হাকিম আহসানউল্লাহ |
লৌখনো | বেগম হজরত মহল, আহমাদুল্লা, বিরজি কাদির |
কানপুর | নানা সাহেব, রাও সাহেব, তাঁতিয়া টোপী, আজিমুল্লাহ খান |
ঝাঁসী | রানী লক্ষ্মীবাঈ |
বিহার | কুনোয়ার সিং, আমার সিং |
এলাহাবাদ ও বেনারস | মৌলবী লিয়াকৎ আলী |
বিজনৌর | মহম্মদ খান |
মুরাদাবাদ | আব্দুল আলি খান |
বেরিলী | খান বাহাদুর খান |
মান্দাসোর | ফিরোজ শাহ |
গোয়ালিয়র ও কানপুর | তাঁতিয়া টোপী |
অসম | মনিরাম দত্ত |
উড়িষ্যা | সুরেন্দ্র শাহী , উজ্জ্বল শাহী |
কুল্লু | রাজা প্রতাপ সিং |
রাজস্থান | জয়দয়াল সিং, হরদয়াল সিং |
মথুরা | সেবি সিং, কদম সিং |
গোরক্ষপুর | গজদর সিং |