ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন ও নির্বাচিত সভাপতি
ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা : অ্যালান অক্টোভিয়ান হিউম ১৮৮৫ সালে ভারতের জাতীয় কংগ্রেস করেন । অনেকে দাদাভাই নওরোজি -কে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কৃতিত্ব দিতে চান, কিন্তু সমসাময়িক ওপর উল্লেখযোগ্য কংগ্রেস নেতা দীনশা ওয়াচা – মতে কংগ্রেসের প্রকৃত প্রতিষ্ঠা অ্যালান অক্টোভিয়ান হিউম ।
ভারতের জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন ও নির্বাচিত সভাপতি
সাল (খ্রি 🙂 | স্থান | নির্বাচিত সভাপতি | অধিবেশনের গুরুত্ব |
---|---|---|---|
১৮৮৫ | বোম্বাই | উমেশচন্দ্র বন্ধোপাধ্যায় | প্রথম অধিবেশন, সদস্য সংখ্যা ৭৮ |
১৮৮৬ | কলকাতা | দাদাভাই নওরোজি | – |
১৮৮৭ | মাদ্রাস | বদরুদ্দিন তায়েবজি | প্রথম মুসলিম সভাপতি মুসলিম সম্প্রদায়কে কংগ্রেসে যোগদানের জন্য আহ্বান জানান |
১৮৮৮ | এলাহাবাদ | জর্জ ইয়ুল | প্রথম ইংরেজ হিসাবে সভাপতিত্ব করেন |
১৮৮৯ | বোম্বাই | উইলিয়াম ওয়েদারবার্ন | – |
১৮৯০ | কলকাতা | ফিরোজ শাহ মেহতা | – |
১৮৯১ | নাগপুর | আনন্দ চারলু | – |
১৮৯২ | এলাহাবাদ | উমেশচন্দ্র বন্ধোপাধ্যায় | – |
১৮৯৩ | লাহোর | দাদাভাই নওরোজি | – |
১৮৯৪ | মাদ্রাস | আলফ্রেড ওয়েব | – |
১৮৯৫ | পুনা | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | – |
১৮৯৬ | কলকাতা | রহিমতুল্লাহ এম. সায়ানী | এই অধিবেশনে সর্ব প্রথম ‘বন্দে মাতরম’ গানটি গাওয়া হয় |
১৮৯৭ | অমরাবতী | সি. শঙ্করন নায়ার | – |
১৮৯৮ | মাদ্রাস | আনন্দ মোহন বসু | – |
১৮৯৯ | লখনৌ | রোমেশ চন্দ্র দত্ত | – |
১৯০০ | লাহোর | এন. জি. চন্দাবরকর | – |
১৯০১ | কলকাতা | দীনশা ওয়াচা | – |
১৯০২ | আহমেদাবাদ | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | – |
১৯০৩ | মাদ্রাস | লালমোহন ঘোষ | – |
১৯০৪ | বোম্বাই | স্যার হেনরি কটন | – |
১৯০৫ | বেনারস | গোপাল কৃষ্ণ গোখলে | ১৯০৫ সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় |
১৯০৬ | কলকাতা | দাদাভাই নওরোজি | তিনি তৃতীয় বারের জন্য কংগ্রেসের সভাপতি হন । তিনি কংগ্রেসের চরমপন্থী মনোভাবাপন্ন ছিলেন |
১৯০৭ | সুরাট | রাস বিহারি বসু | এই অধিবেশনের চরম পন্থী ও নরম পন্থী গোষ্ঠীর মধ্যে বিভেদ চরম আকার ধারণ করে ও কংগ্রেস ২ ভাগে বিভক্ত হয়ে যায় |
১৯০৮ | মাদ্রাস | রাস বিহারি বসু | – |
১৯০৯ | লাহোর | মদন মোহন মালাভিয়া | এই অধিবেশনের মুখ্য আলোচনা ভারতীয় কাউন্সিল এক্ট, ১৯০৯ |
১৯১০ | এলাহাবাদ | উইলিয়াম ওয়েদারবার্ন | – |
১৯১১ | কলকাতা | বিজন নারায়ণ দার | এই অধিবেশনে সর্ব প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন গণ মন’ গানটি গাওয়া হয় |
১৯১২ | পাটনা | রঘুনাথ নরসিংহ মুধোলকর | – |
১৯১৩ | করাচি | সৈয়দ মোহাম্মদ বাহাদুর | – |
১৯১৪ | মাদ্রাস | ভূপেন্দ্র নাথ বসু | 4 |
১৯১৫ | বোম্বাই | সত্যেন্দ্র প্রসন্ন সিনহা | 4 |
১৯১৬ | লখনৌ | অম্বিকা চরণ মজুমদার | মুসলিম লীগের সাথে কংগ্রেসের যৌথ অধিবেশন হয় ও লখনউ চুক্তি স্বাক্ষরিত হয় |
১৯১৭ | কলকাতা | অ্যানি বেসান্ত | কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি |
১৯১৮ | বোম্বাই ও দিল্লী | সৈয়দ হাসান ইমাম (বোম্বে) ও মদন মোহন মালাভিয়া (দিল্লী) |
একই বছর ২ টি অধিবেশন হয় |
১৯১৯ | অমৃতসর | মতিলাল নেহরু | – |
১৯২০ | নাগপুর | সি বিজয়রাগাবাছারিয়ার | – |
১৯২১ | আহমেদাবাদ | চিত্তরঞ্জন দাশ | হাকিম আজমল খান (সহকারী সভাপতি) |
১৯২২ | গয়া | চিত্তরঞ্জন দাশ | – |
১৯২৩ | দিল্লী | আব্দুল কালাম আজাদ | – |
১৯২৪ | বেলগাম | মহাত্মা গান্ধী | – |
১৯২৫ | কানপুর | সরোজিনী নাইডু | কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি |
১৯২৬ | গৌহাটি | এস শ্রীনিবাস আয়েঙ্গার | – |
১৯২৭ | মাদ্রাস | মুখতার আহমেদ আনসারী | – |
১৯২৮ | কলকাতা | মতিলাল নেহেরু | এই অধিবেশনে অল ইন্ডিয়া ইয়ুথ কংগ্রেস গঠিত হয়েছিল |
১৯২৯ | লাহোর | জওহরলাল নেহেরু | এই অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ ঘোষণা করা হয় ও ২৬সে জানুয়ারী ‘পূর্ণ স্বরাজ’ -এর জন্য স্বাধীনতা দিবস পালনের কথা বলা হয় |
১৯৩০ | – | – | এই বছর কোনো অধিবেশনে হয় না |
১৯৩১ | করাচি | বল্লভভাই প্যাটেল | এই অধিবেশনে মৌলিক অধিকার ও জাতীয় অর্থনৈতিক অগ্রগতির সমাধানের সংকল্প নেওয়া হয় । গান্ধী – আরউইন চুক্তি -কে সমর্থন করা হয় । গান্ধীজি ২নদ রাউন্ড টেবিল বৈঠকে যাওয়ার জন্য মনোনীত হন |
১৯৩২ | দিল্লী | অমৃত রণখোরদাস শেঠ | – |
১৯৩৩ | কলকাতা | নীলি সেনগুপ্ত | ইনি হলেন জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি মহিলা সভাপতি |
১৯৩৪ | বোম্বাই | রাজেন্দ্র প্রাসাদ | – |
১৯৩৬ | লখনৌ | জওহরলাল নেহেরু | – |
১৯৩৭ | ফীজপুর | জওহরলাল নেহেরু | এটি কংগ্রেসের কোন গ্রামে অনুষ্ঠিত প্রথম অধিবেশন |
১৯৩৮ | হরিপুরা | সুভাষ চন্দ্র বসু | জওহরলাল নেহরুর অধীনে জাতীয় পরিকল্পনা কমিটি গঠিত হয় |
১৯৩৯ | ত্রিপুরা | সুভাষ চন্দ্র বসু | এই অধিবেশনে সুভাষ চন্দ্র বসু বিপুল ভোট জয়ী হয়েছিল, কিন্তু গান্ধীজি পট্টভী সীতারামায়াকে সমর্থন করার জন্য তিনি পদত্যাগ করেন । তার পর রাজেন্দ্র প্রসাদ নিযুক্ত হন । |
১৯৪০ | রামগড় | আব্দুল কালাম আজাদ | – |
১৯৪১-১৯৪৫ | – | – | কংগ্রেসের সকল নেতা গ্রেপ্তার হবার জন্য এই সময় কোন অধিবেশনে হয় না |
১৯৪৬ | মিরাট | আচার্য কৃপালানী | স্বাধীনতার আগে অনুষ্ঠিত কংগ্রেসের শেষ অধিবেশন |
১৯৪৮ | জয়পুর | পট্টভী সীতারামায়া | স্বাধীনতার পরে অনুষ্ঠিত কংগ্রেসের প্রথম অধিবেশন |