ভারতের ইতিহাস থেকে ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর । WBCS 2021 প্রস্তুতি (Set-2)
WBCS ২০২১ প্রস্তুতির অঙ্গ হিসাবে এটি আমার দ্বিতীয় পোস্ট । ভারতের ইতিহাস WBCS Preliminary এবং Main, উভয় Exam-এ ই গুরুত্বপূর্ণ বিষয় । তাই ভারতের ইতিহাসকে টার্গেট করে আমি ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর পোস্ট করলাম । পূর্বে আমি ভারতের ভূগোলের উপর একটি পোস্ট করেছি । তোমরা যারা ভারতের ভূগোলের উপর পোস্টটি follow করোনি , তারা একবার ওই পোস্টটি স্টাডি করে নিও ।আশাকরি ভালো লাগবে । WBCS ২০২১কে target করে আমি আরো পোস্ট করবো ।
A) মহেঞ্জোদারো
B) সুকতাজেনদোর
C) কলিবঙ্গান
D) লোথাল
A) বদাউনি
B) আবুল ফজল
C) শেখ মুবারক
D) ফৈজি
A) কৌটিল্য
B) নচিকেতা
C) চড়ক
D) জীবক
A) বাবর
B) আকবর
C) শাজাহান
D) ঔরঙ্গজেব
A) বিম্বিসার
B) অজাতশত্রু
C) মহাপদ্মনান্দ
D) চন্দ্রগুপ্ত মৌর্য
A) দিল্লি
B) কনৌজ
C) আগ্রা
D) মথুরা
A) রামরাম বসু
B) মৃত্যুঞ্জয়ী বিদ্যালংকার
C) চন্ডীচরণ মুন্সী
D) হরপ্রসাদ রায়
Q8) কণিষ্কের শাসনকালে কাশ্মীরে আয়োজিত বৌদ্ধ সম্মেলনে ক সভাপতিত্ব করেছিলেন ?
A) পার্শ্ব
B) নাগার্জুন
C) বসুমিত্র
D) কাশ্যপ
Q9) মগধ রাজ্যের সর্বপ্রথম রাজধানীর নাম কি ?
A) পাটলিপুত্র
B) বৈশালী
C) গিরিব্রজ (রাজগৃহ)
D) চম্পা
A) কুনাল
B) রাক্ষীগ্রাহি
C) ডিমাবাদ
D) বানওআলি
A) নসক
B) গাল্লাবকস
C) জবতি
D) কানকুট
A) উর্দু
B) ফার্সি
C) ফার্সি এবং আঞ্চলিক ভাষা
D) তুর্কি
A) পাল, চোল, পল্লব
B) পাল, প্রতিহার, রাষ্ট্রকূট
C) চোল, প্রতিহার, রাষ্ট্রকূট
D) পাল, চোল, রাষ্ট্রকূট
A) অজাতশত্রু
B) কালাশোক
C) উদয়িন
D) কনিষ্ক
A) ঋকবেদ
B) সামবেদ
C) যজুবেদ
D) অথর্ববেদ
Q16) অজাতশত্রুর বিখ্যাত মন্ত্রী কে ছিলেন ?
A) রাধাগুপ্ত
B) বাসসাকার
C) কৌটিল্য
D) রাধামধব
Q17) ১৬৯৫ খ্রিস্টাব্দে জেমেলি কাবেরি ঔরঙ্গজেবের রাজসভায় আসেন। তিনি কে ছিলেন ?
A) ইতালীয় চিকিৎসক
B) ইরানীয় চিকিৎসক
C) মরক্কোর পর্যটক
D) তিব্বতের ভিক্ষুক
Q18) বৌদ্ধধর্মের নৈতিক বিষয়গুলি কোথায় লিপিবদ্ধ আছে ?
A) বিনয় পিটক
B) অভিধর্ম পিটক
C) সূত্ত পিটক
D) কল্পসূত্র
A) ১৫৩৯ খ্রীষ্টাব্দের ২৬ জুন
B) ১৫৩৯ খ্রীষ্টাব্দের ২৭ জুন
C) ১৫৩৯ খ্রীষ্টাব্দের ২৮ জুন
D) ১৫৩৯ খ্রীষ্টাব্দের ২৯ জুন
A) তেলেগু
B) তামিল
C) মালয়ালম
D) কন্নড়