ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ পদ এবং সেই পদে নিয়োগ ও অবসরের সর্বোচ্চ ও সর্বনিন্ম বয়স । WBCS প্রস্তুতি
The True Study -তে আপনাদের স্বাগত । যারা প্রতিনিয়ত আমার ওয়েবসাইটটি ফলো করছেন তাদের ধন্যবাদ ।
Indian Polity -থেকে বিভিন্ন পরীক্ষায় ভারতের সংবিধান থাকে প্রশ্ন আসে । বিষয়টি নিয়ে অনেকের মধ্যে ভীতি আছে । তাই আমি The True Study -তে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো । এটা মনে রাখা দরকার যে Indian Polity খুব ভাস্ট বিষয় কিন্তু প্রশ্ন ভিত্তিক স্টাডি করলে এই বিষয় থাকে আসা প্রশ্ন গুলোর উত্তর খুব সহজে দেওয়া যাবে । ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ পদ এবং সেই পদে নিয়োগ ও অবসর সংক্রান্ত বিষয় নিয়ে কিছু প্রশ্ন বিগত কিছু পরীক্ষায় এসেছে । এই পোস্টটিতে সেটা নিয়ে আলোচনা করলাম ।
ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ পদ এবং সেই পদে নিয়োগ ও অবসরের সর্বোচ্চ ও সর্বনিন্ম বয়স
সংবিধাদের উল্লেখযোগ্য পদ | সর্বনিন্ম বয়স | সর্বোচ্চ বয়স |
---|---|---|
ভারতের রাষ্ট্রপতি | ৩৫ | – |
ভারতের উপরাষ্ট্রপতি | ৩৫ | – |
ভারতের প্রধান বিচারপতি | – | ৬৫ |
সুপ্রিমকোর্টের অন্যান্য বিচারপতি | – | ৬৫ |
লোকসভার স্পিকার | ২৫ | – |
লোকসভার ডেপুটি স্পিকার | ২৫ | – |
লোকসভার সদস্য | ২৫ | – |
রাজ্যসভার সদস্য | ৩০ | – |
ভারতের এটর্নি জেনারেল | – | ৬৫ |
ভারতের কম্পট্রোলার ও অডিটর জেনারেল | – | ৬৫ |
চেয়ারম্যান, UPSC | – | ৬৫ |
সদস্য, UPSC | – | ৬৫ |
রাজ্যপাল | ৩৫ | – |
মুখ্যমন্ত্রী | ২৫ | – |
বিধানসভার সদস্য | ২৫ | – |
বিধান পরিষদের সদস্য | ৩০ | – |
অ্যাডভোকেট জেনারেল | – | ৬২ |
সদস্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশন | – | ৬২ |
হাইকোর্টের প্রধান বিচারপতি | – | ৬২ |
হাইকোর্টের অন্যান্য বিচারপতি | – | ৬২ |
পঞ্চায়েতের সদস্য | 21 | – |
পৌরসভার সদস্য | 21 | – |
বয়স সংক্রান্ত অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর :
- কারখানায় কর্মসংস্থানের জন্য ন্যূনতম বয়সের সীমা হল 14
- ভোটার হিসাবে নিবন্ধনের জন্য সর্বনিম্ন বয়স হল 18
- যে বয়সের মধ্যে শিক্ষাকে মৌলিক অধিকার করা হয়েছে তা হল 6 – 14
- বাল্যবিবাহ নিয়ন্ত্রণ আইন, 1929 :- পুরুষদের ক্ষেত্রে হয় 21 বছর পূর্ণ হয়নি, এবং মহিলা ক্ষেত্রে 18 বছর পূর্ণ করেনি এমন ।
- শিশুশ্রম (নিষিদ্ধকরণ এবং নিয়ন্ত্রণ) আইন, 1986 :- এই আইন অনুসারে 14 বছর পূর্ণ হয়নি এমন শিশুর ক্ষেত্রে নিষিদ্ধ ।
- রেল বিধি অনুসারে Senior Citizen Act পুরুষদের ক্ষেত্রে 60 বছর ও মহিলাদের ক্ষেত্রে 58 বছর ।