ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি বা ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? – এই নিয়ে বিতর্ক আছে ।
সাধারণত বিগত বছরের প্রশ্ন ও তার সমাধান অনুযায়ী কাঞ্চনজঙ্ঘা হল ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ।
কাঞ্চনজঙ্ঘা – উচ্চতা ৮,৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট)
কিন্তু ভারতের মানচিত্র অনুযায়ী গডউইন অস্টিন বা K২ হল ভারতের সর্বোচ্চ শৃঙ্গ । (যদিও এই অঞ্চলটি পাক অধিকৃত কাশ্মীরের POK অন্তর্গত)
গডউইন অস্টিন বা K২ – উচ্চতা ৮,৬১১ মিটার
যদি কোন Competitive পরীক্ষায় “ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?” – এসে থাকে তবে option অনুযায়ী উত্তর দিতে হবে । যদি only কাঞ্চনজঙ্ঘা থাকে তবে এটি । যদি only গডউইন অস্টিন বা K২ থাকে তবে এটি । আর যদি উভয়ই আসে থাকে তবে ভারত সরকারের মানচিত্র অনুযায়ী গডউইন অস্টিন বা K২ বলাই ভালো ।