পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও তার সময়কাল
পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও তার সময়কাল (Five Year Plan and its duration)
পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও তার সময়কাল
বিভিন্ন পরীক্ষায় “ভারতের রাজনীতি” একটি গুরুত্বপূর্ণ বিষয় । কিন্তু এই Subject -টি পরীক্ষাথীদের মধ্যে ভীতির সঞ্চার করে । তাই আমি “TheTrueStudy” তে এই বিষয়টি নিয়ে আলোচনা করে থাকি । যদি একটি সঠিক পথে “ভারতের রাজনীতি” বিষয়টিকে followup করা যায় তবে এটি নম্বর তোলার একটি সহজ বিষয় হিসাবে পরিণত হবে ।
তাই আমি এই পোস্টটি শেয়ার করছি । তোমরা ফলো করো ।
এই পোস্টের বিষয় বস্তু : পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তার সময়কাল এবং ওই পরিকল্পনাগুলি কোন মডেলের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছিল । তার সাফল্যের মাত্রা কত? Five Year Plan and its duration, success ratio & targetted GDP.
পঞ্চবার্ষিকী পরিকল্পনা | মডেল |
---|---|
প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (1st Five Year Plan) সময়কাল : 1951-56 |
হ্যারোড-ডোমার মডেল (Harrod-Domar Model) Targeted GDP: 2.1 সাফল্যের মাত্রা : 3.6% |
দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (2nd Five Year Plan) সময়কাল : 1956-61 |
মহলানবীশ পরিকল্পনা (Mahalanobis Strategy) Targeted GDP: 4.5 সাফল্যের মাত্রা : 4.1% |
তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (3rd Five Year Plan) সময়কাল : 1961-66 |
সুখময় চক্রবর্তী এবং অধ্যাপক স্যাডিঅশোক রুদ্র (Sukhomoy Chakraborty & Prof. Saddy) Targeted GDP: 5.6 সাফল্যের মাত্রা : 2.8% |
চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (4th Five Year Plan) সময়কাল : 1969-74 |
অশোক রুদ্র ও অ্যালোন এস. ম্যান্নি (Ashoke Rudra & Alone S. Manney) Targeted GDP: 5.7 সাফল্যের মাত্রা : 3.3% |
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (5th Five Year Plan) সময়কাল : 1974-79 |
পরিকল্পনা কমিশনেই বিনিয়োগ মডেল (Investment model of Planning Commission) Targeted GDP: 4.4 সাফল্যের মাত্রা : 4.8% |
ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (6th Five Year Plan) সময়কাল : 1980-85 |
বিনিয়োগ যোজনার ওপর নির্ভরশীল পরিকল্পনা (Based on Investment Yojana) Targeted GDP: 5.2 সাফল্যের মাত্রা : 5.7% |
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (7th Five Year Plan) সময়কাল : 1985-90 |
পরিকল্পনা তৈরী করেন প্রণব মুখার্জী (Plan prepared by Pranab Mukharjee) Targeted GDP: 5.0 সাফল্যের মাত্রা : 6.0% |
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (8th Five Year Plan) সময়কাল : 1992-97 |
জন ডব্লিউ মিলার মডেল (Jhon W. Miller Model) Targeted GDP: 5.6 সাফল্যের মাত্রা : 6.8% |
নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (9th Five Year Plan) সময়কাল : 1997-02 |
পরিকল্পনা তৈরি করে পরিকল্পনা কমিশন (Plan Prepared by Planning Commission) Targeted GDP: 6.5 সাফল্যের মাত্রা : 5.4% |
দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (10th Five Year Plan) সময়কাল : 2002-07 |
পরিকল্পনা তৈরি করে পরিকল্পনা কমিশন (Plan Prepared by Planning Commission) Targeted GDP: 8.0 সাফল্যের মাত্রা : 7.2% |
একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (11th Five Year Plan) সময়কাল : 2007-12 |
পরিকল্পনা তৈরি করেন অধ্যাপক সি. রঙ্গ রাজন (Plan Prepared by Prof. C. Rangarajan) Targeted GDP: 9.0 সাফল্যের মাত্রা : 8.2% |
দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা (12th Five Year Plan) সময়কাল : 2012-17 |
পরিকল্পনা তৈরি করে পরিকল্পনা কমিশন (Plan Prepared by Planning Commission) Targeted GDP: 9.0 সাফল্যের মাত্রা : – |