ভারতের বিভিন্ন রাজবংশের গুরুত্বপূর্ণ তথ্যাবলি
WBCS বা যে কোনো Competitive Exam -এ ভারতের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায় । বেশকিছু প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আই অংশ থেকে এসে থাকে । “ভারতের বিভিন্ন রাজবংশের তথ্যাবলি” ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ । এই প্রসঙ্গ থেকে প্রশ্ন আসবেই আসবে । তাই এই অংশটি ভালো করে পড়া দরকার ।
আমি এই পোস্টে ভারতের বিভিন্ন রাজবংশ ও সেই রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ সম্রাট, শেষ সম্রাট ও রাজধানী সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করলাম ।
এই বিষয়ে আরো অনেক পোস্ট আমি আগেও করেছি এবং ভবিষতেও করবো । তোমরা ফলো করতে থাকো । আশাকরি উপকারে লাগবে ।
ভারতের বিভিন্ন রাজবংশের তথ্যাবলি
সময়কাল – খ্রিস্টপূর্ব ৬৮৪ থেকে খ্রিস্টপূর্ব ৪১৩ পর্যন্ত
প্রতিষ্ঠাতা – বিম্বিসার
শ্রেষ্ঠ সম্রাট – অজাতশত্রু
শেষ সম্রাট – নাগদাস / নাগদশক
রাজধানী – রাজগীর, পাটলিপুত্র
সময়কাল – খ্রিষ্টপূর্ব ৪১৩ থেকে খ্রিষ্টপূর্ব ৩৯৫ পর্যন্ত
প্রতিষ্ঠাতা – শিশুনাগ
শ্রেষ্ঠ সম্রাট – শিশুনাগ
শেষ সম্রাট – কালাশোক
রাজধানী – মগধ
সময়কাল – খ্রিষ্টপূর্ব ৩৪৫ থেকে খ্রিষ্টপূর্ব ৩২১ পর্যন্ত
প্রতিষ্ঠাতা – মহাপদ্মনন্দ
শ্রেষ্ঠ সম্রাট – ধননন্দ
শেষ সম্রাট – ধননন্দ
রাজধানী – পাটলিপুত্র
সময়কাল – খ্রিষ্টপূর্ব ৩২২ থেকে খ্রিষ্টপূর্ব ১৮৫ পর্যন্ত
প্রতিষ্ঠাতা – চন্দ্রগুপ্ত মৌর্য
শ্রেষ্ঠ সম্রাট – অশোক
শেষ সম্রাট – বৃহদ্রথ
রাজধানী – পাটলিপুত্র
সময়কাল – ৭৫৩ – ৯৮২ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – দন্তি দুর্গ
শ্রেষ্ঠ সম্রাট – তৃতীয় কৃষ্ণ
শেষ সম্রাট – চতুর্থ অমোঘবর্ণ
রাজধানী – মান্যখেত
সময়কাল – ৫০ – ২৫০ খ্রিষ্টাব্দ
প্রতিষ্ঠাতা – কুজুল কদফিসেস
শ্রেষ্ঠ সম্রাট – কনিষ্ক
শেষ সম্রাট – বাসুদেব
রাজধানী – পুরুষপুর বা পেশোয়ার
সময়কাল – খ্রিষ্টপূর্ব ২৩০ থেকে খ্রিষ্টপূর্ব ২২০ পর্যন্ত
প্রতিষ্ঠাতা – শিমুকে সাতবাহন
শ্রেষ্ঠ সম্রাট – গৌতমীপুত্র সাতকর্ণী
শেষ সম্রাট – যজ্ঞশ্রী সাতকর্ণী
রাজধানী – প্রতিস্থান
সময়কাল – ৩২০ – ৬০০ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – শ্রীগুপ্ত
শ্রেষ্ঠ সম্রাট – সমুদ্র গুপ্ত
শেষ সম্রাট – দ্বিতীয় জীবিত গুপ্ত
রাজধানী – পাটলিপুত্র
পুষ্যভূতি বংশ :
সময়কাল – ষষ্ঠ থেকে সপ্তম শতক
প্রতিষ্ঠাতা – প্রভাকর বর্ধন
শ্রেষ্ঠ সম্রাট – হর্ষ বর্ধন
শেষ সম্রাট – হর্ষ বর্ধন
রাজধানী – থানেশ্বর, কনৌজ
পাল বংশ :
সময়কাল – ৭৫০ – ১১৭৪ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – গোপাল
শ্রেষ্ঠ সম্রাট – দেব পাল
শেষ সম্রাট – মদন পাল
রাজধানী – পাটলিপুত্র , গৌড়
সময়কাল – ৫৪৩ – ৭৫৩ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – প্রথম পুলকেশি
শ্রেষ্ঠ সম্রাট – দ্বিতীয় পুলকেশি
শেষ সম্রাট – দ্বিতীয় কীর্তি বর্মন
রাজধানী – বাতাপী
পল্লব বংশ :
সময়কাল – ৫৫০ – ৮৯৭ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – শিবস্কন্দ বর্মন
শ্রেষ্ঠ সম্রাট – নরসিংহ বর্মন
শেষ সম্রাট – অপরাজিত বর্মন
রাজধানী – কাঞ্জি
চোল বংশ :
সময়কাল – ১৯০ – ৬০০ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – কারিকল
শ্রেষ্ঠ সম্রাট – রাজেন্দ্র চোল
শেষ সম্রাট – কুলতুংগ
রাজধানী – পুহার ও থাঞ্জাভুর
সময়কাল – ১৩৪৭ – ১৫২৬ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – আলাউদ্দিন বাহমন শাহ
শ্রেষ্ঠ সম্রাট – মামুদ গাওয়ান
শেষ সম্রাট – কলিমুদ্দিন শাহ
রাজধানী – গুলবার্গ , মহম্মদবাদ
দাস বংশ :
সময়কাল – ১২০৬ – ১২৯০ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – কুতুবুদ্দিন আইবক
শ্রেষ্ঠ সম্রাট – ইলতুৎমিস
শেষ সম্রাট – কায়ুর্মাস / কায়কোবাদ
রাজধানী – দিল্লি
খলজী বংশ :
সময়কাল – ১২৯০ – ১৩২০ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – জালালউদ্দীন
শ্রেষ্ঠ সম্রাট – আলাউদ্দিন খলজী
শেষ সম্রাট – মুবারক শাহ খলজী
রাজধানী – দিল্লি
সময়কাল – ১৩২০ – ১৪১৪ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – গিয়াসুদ্দিন তুঘলক
শ্রেষ্ঠ সম্রাট – মহম্মদ বিন তুঘলক
শেষ সম্রাট – নাসিরউদ্দিন মামুদ
রাজধানী – দিল্লি
সৈয়দ বংশ :
সময়কাল – ১৪১৪ – ১৪৫১ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – খিজির খাঁ
শ্রেষ্ঠ সম্রাট – মুবারক শাহ
শেষ সম্রাট – আলাউদ্দিন আলম শাহ
রাজধানী – দিল্লি
লোদী বংশ :
সময়কাল – ১৪৫১ – ১৫২৬ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – বহলুল লোদী
শ্রেষ্ঠ সম্রাট – সিকান্দর লোদী
শেষ সম্রাট – ইব্রাহিম লোদী
রাজধানী – দিল্লি
মোগল সাম্রাজ্য :
সময়কাল – ১৫২৬ – ১৮৫৭ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা – বাবর
শ্রেষ্ঠ সম্রাট – আকবর
শেষ সম্রাট – দ্বিতীয় বাহাদুর শাহ
রাজধানী – দিল্লি