পরিপূরক বর্ণ কাকে বলে ?
পরিপূরক বর্ণ
বর্ণালীর সাতটি অর্জনের মধ্যে যদি কোন একটি বর্ণ বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট বর্ণের মিশ্রণ আর সাদা হয় না ।
যে বর্ণটি বাদ দেওয়া হল এবং তার ফলে অবশিষ্ঠ বর্ণ মাইল যে বর্ণের সৃষ্টি করল, তাদের মেশালে আবার সাদা বর্ণ পাওয়া যায় ।
এই দুটি বর্ণকে পরস্পরের পরিপূরক বর্ণ বলে ।
যেমন – বর্ণালীর সাতটি বর্ণের মধ্যে থেকে হলুদ বর্ণকে বাদ দিলে অবশিষ্ঠ বর্ণের মিশ্রণ নীল হয় । এখন এই হলুদ ও নীল বর্ণ মেশালে সাদা বর্ণ হয় । তাই নীল ও হলুদ হল পরিপূরক বর্ণ ।
অনুরূপ, কমলা ও আকাশী নীল পরস্পরের পরিপূরক বর্ণ ।
আরো পড়ুন : সাদা কাপড় কাচবার পর কেন নীল ব্যবহার করা হয় ?