ভারতের গণপরিষদের বিভিন্ন কমিটি ও নিযুক্ত চেয়ারম্যান
The True Study -এর এই পোস্ট এ Constitution of India এর অন্যতম উল্লেখযোগ্য গণপরিষদ নিয়ে আলোচনা করলাম । বিভিন্ন পরীক্ষায় এই অংশ থাকে একটি বা দুটি প্রশ্ন কমন পাওয়ার সম্ভবনা প্রচুর । তাই এই পোস্টে ভারতের গণপরিষদের বিভিন্ন কমিটি ও নিযুক্ত চেয়ারম্যান নিয়ে আলোচনা করলাম । এই পোস্টটি ক্রমশ আপডেট করবো এবং তোমার প্রশ্ন কোমন পাওয়ার জন্য Constitution of India নিয়ে আমার অন্যান্য পোস্ট গুলোও স্টাডি করো ।
আরো পড়ুন :- Constitution of India
ভারতের গণপরিষদের বিভিন্ন কমিটি ও নিযুক্ত চেয়ারম্যান
গণপরিষদ কর্তৃক গঠিত বিভিন্ন কমিটি | নিযুক্ত চেয়ারম্যান |
---|---|
কমিটি অন দ্য রুলস অফ প্রোসিডিওর | রাজেন্দ্র প্রসাদ |
স্টিয়ারিং কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি | রাজেন্দ্র প্রসাদ |
ক্রিডেনটিয়াল কমিটি | আল্লাদি কৃষ্ণস্বামী আইযার |
হাউস কমিটি | বি পট্টভি সীতারামাইয়া |
অর্ডার অফ বিসনেস কমিটি | কে এম মুন্সি |
অ্যাড হক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ | রাজেন্দ্র প্রসাদ |
কমিটি অন দ্য ফাংশনস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি | জি ভি মাভলংকার |
দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্টেট কমিটি | জওহরলাল নেহরু |
অ্যাডভাইজরি কমিটি অন ফান্ডামেন্টাল | বল্লভভাই পেটেল |
রাইটস, মাইনরিটিজ অ্যান্ড ট্রাইবল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াজ মাইনরিটিজ সাব কমিটি |
এইচ সি মুখার্জী |
ফান্ডামেন্টাল রাইটস সাব-কমিটি | জে বি কৃপালিনী |
নর্থ ইস্ট ফ্রন্টিনিয়ার ট্রাইবল অ্যান্ড আসাম এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়ালি এরিয়াজ সাব-কমিটি |
গোপীনাথ বরদলুই |
এক্সক্লুডেড অ্যান্ড পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াজ সাব-কমিটি | এ ভি ঠক্কর |
ইউনিয়ন পাওয়ারস কমিটি | জওহরলাল নেহরু |
ইউনিয়ন কন্সটিটিউশন | জওহরলাল নেহরু |
ড্রাফটিং কমিটি | বি আর আম্বেদকর |