ভারতের জনগণনা (Census of India) – থেকে কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন – উত্তর । WBCS প্রস্তুতি | Part -1
ভারতের জনগণনা (Census of India) – থেকে কিছু গুরুত্তপূর্ণ প্রশ্ন – উত্তর
- ২০১১ সালের আদম শুমারি অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে?A) মধ্য প্রদেশ
B) মহারাষ্ট্রে
C) পাঞ্জাব
D) উত্তর প্রদেশ - ২০১১ সালের আদম শুমারি অনুসারে কোন রাজ্যে সবচেয়ে বেশি শহুরে জনসংখ্যা রয়েছে?A) মধ্য প্রদেশ
B) মহারাষ্ট্রে
C) পাঞ্জাব
D) উত্তর প্রদেশ - ২০১১ সালের আদম শুমারি অনুসারে, ভারতের গ্রামীণ জনসংখ্যার হার :A) ৬২.৮৪%
B) ৬৪.৮৪%
C) ৬৬.৮৪%
D) ৬৮.৮৪% - ২০১১ সালে সেনসাস অনুসারে ভারতে কয়টি জেলা ছিল?A) ৬১০
B) ৬২০
C) ৬৩০
D) ৬৪০ - ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষার হার সব চাইতে কম ?A) আন্দামান ও নিকোবর
B) চন্ডিগড়
C) পুদুচেরি
D) দাদরা ও নগর হাভেলি - ভারতে স্বাক্ষরতার শতকরা হার কত ?A) ৬৭.০৪%
B) ৬৮.০৪%
C) ৭১.০৪%
D) ৭৪.০৪% - ভারতে স্বাক্ষরতার হার মহিলাদের মধ্যে কত ?A) ৬৫.৪৬%
B) ৬৬.৪৬%
C) ৬৭.৪৬%
D) ৬২.৪৬% - ভারতে স্বাক্ষরতার হার পুরুষদের মধ্যে কত ?A) ৮২.১৪%
B) ৮৪.১৪%
C) ৮৫.১৪%
D) ৮৬.১৪% - ২০১১ সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক জনবহুল ভারতীয় রাজ্য কোনটি ?বেঙ্গালুরু
কলকাতা
দিল্লী
মুম্বাই - ২০১১ সালের আদম শুমারি অনুসারে 1000 পুরুষে ভারতে মহিলার সংখ্যা কত ?৯২০
৯৩০
৯৪০
৯৫০ - মোট জনসংখ্যার তুলনায় নগরভিত্তিক জনসংখ্যার শতাংশ কত ?A) ৩১.৩৬%
B) ৩৩.৩৬%
৩৫.৩৬%
D) ৩৭.৩৬% - ভারতের জাতীয় জনসংখ্যা কমিশনের প্রধান কে ?A) প্রধানমন্ত্রী
B) রাষ্ট্রপতি
C) স্বরাষ্ট্রমন্ত্রী
D) ভারতের রেজিস্ট্রার জেনারেল - ২০১১ সালে সংঘটিত হওয়া Census -এর কমিশনার কে ?A) D K Sikri
B) J K Banthaia
C) Dr. C Chandramouli
D) Dr. M Vijayanunni - ২০১১ সালে হওয়া সেনসাস স্বাধীনতার পরে হওয়া কততম সেনসাস ?A) ৭
B) ১৫
C) ৮
D) ৬ - 2011 এর আদমশুমারি 1872 সাল থেকে ভারতের ________ -তম আদমশুমারি ?A) ১৫
B)৩০
C) ১০
D)১৬ - স্বাধীনতার পরে সর্বশেষতম Census -এ শিশুদের Sex Ratio সর্বনিম্ন। এই Ratio টি কত ?A) ৯০০:১০০০
B) ৯১৬:১০০০
C) ৯১৪:১০০০
D) ৯২০:১০০০ - দেবাং ভ্যালি, অরুণাচল প্রদেশ এবং সাম্বা ভ্যালি, জম্বু ও কাশ্মীর হল-A) সর্বনিন্ম জন ঘনত্ব
B) সর্বনিন্ম সেক্স ratio
C) সর্বনিন্ম মহিলা স্বাক্ষরতার হার
D) সর্বনিন্ম শিশু সেক্স Ratio - ২০১১ সালের Census -এর ম্যাসকট কি ছিল ?A) একজন মহিলা গণক
B) একটি সাহায্যকারী হাত
C) একটি শিশু এবং মা
D) একটি টেডি বিয়ার - ২০১১ সালে হয় census -এর স্লোগান কি ?A) একটি জনগণনা, মিলিয়ন ভবিষ্যত
B) আমাদের জনগণনা, মিলিয়ন ভবিষ্যত
C) একটি জনগণনা, একটি ভবিষ্যত
D) আমাদের জনগণনা, আমাদের ভবিষ্যত - ভারতের জনসংখ্যার ইতিহাসে কোন বছর “Year of Great Divide”?A) ১৯২১
B) ১৯০১
C) ১৯৩১
D) ২০১১