জীব বিজ্ঞান সংক্রান্ত কয়েকটি যন্ত্র ও যে কাজে ব্যবহার করা হয় ।
The True Study -তে আপনাদের স্বাগত । যারা প্রতিনিয়ত আমার এই ওয়েবসাইট টি ফলো করছেন তাদের ধন্যবাদ ।
এই পোস্টটি যে কোনো Competitive Exam এর জন্য খুব গুরুত্বপূর্ণ । তোমরা যারা আমার ওয়েবসাইটটি ফলো করছো তারা যদি আমার ওয়েবসাইটে দেওয়া বিভিন্ন পরীক্ষার বিগত প্রশ্নগুলো দেখো তবে দেখবে বেশ কিছু Exam -এ বিশেষ করে WBCS পরীক্ষায় এই ধরণের যন্ত্রের নাম ও কার্য্য জানতে চাওয়া হয় । তাই এই পোস্টে আমি উল্লেখযোগ্য কিছু (সংগৃহিত হইতে) জীব বিজ্ঞান সংক্রান্ত কয়েকটি যন্ত্র ও যে কাজে ব্যবহার করা হয় তার একটি লিস্ট পোস্ট করলাম । এই লিস্টে ভবিষতে আমি আরো যন্ত্র যুক্ত করবো ।
যদি আপনারা কিছু পাঠাতে চান তবে আমার Email ID (thetruestudy@gmail.com) -তে আপনার নাম* ও photo (যদি আপনি চান) সহিত আমাকে Email করুন ।
জীব বিজ্ঞান সংক্রান্ত কয়েকটি যন্ত্র ও যে কাজে ব্যবহার করা হয় ।
যন্ত্রের নাম | যে কাজে ব্যবহার করা হয় |
---|---|
মাইক্রোস্কোপ Microscope |
যে সমস্তু বস্তু খালি চোখে দেখা যায় না, তাদের পর্যবেক্ষণ কর হয় |
স্টেথোস্কোপ Stethoscope |
মেডিকেল সাইন্স এ ব্যবহিত একটি উল্লেখযোগ্য যন্ত্র, যাহা বক্ষ নিরীক্ষণ করতে ব্যবহিত হয় । এর সাহায্যে হৃদগতি, হৃদধ্বনি, ফুসফুসের পরীক্ষা করা হয় । |
স্টেথোগ্রাফ Stethograph |
এটি হল বক্ষলেখ যন্ত্র, যার সাহায্যে নিঃশাস-প্রশ্বাস চলাকালীন বক্ষ প্রাচীরের ওঠানামা রেকর্ড করা হয় । |
স্ফিগমোম্যানোমিটার Sphigmomanometer |
এই যন্ত্র দিয়ে রক্ত চাপ নির্ণয় করা হয় |
স্পাইরোমিটার Spirometer |
এই যন্ত্রের সাহায্যে ফুসফুসের বায়ুর পরিমান নির্ণয় করা হয় |
হিমোসাইটোমিটার Haimocytometer |
আর সাহায্য রক্ত কোষ গণনা করা |
হিমোগ্লোবিনোমিটার Haemoglobinometer |
হিমোগ্লোবিনের পরিমান নির্ণয় করা হয় |
অপথ্যালোমোস্কোপ Opthalomoscope |
এই যন্ত্রের সাহায্য চক্ষুর অভ্যন্তরীণ অংশ পরীক্ষা করা হয় |
অলফ্যাক্টোমিটার Olfactometer |
এর সাহায্যে মানুষের ঘ্রান অনুভূতির তারতম্য নির্ণয় করা হয় |
বেনেডিক্ট রথ যন্ত্র Benedict Roth Apparatus |
এই যন্ত্রের সাহায্য BMR নির্ণয় করা হয় |
ক্লিনিকাল থার্মোমিটার Clinical Thermometer |
এর সাহায্য মানব দেহের তাপমাত্রা নির্ণয় করা হয় |
উইনট্রোব টিউব Wintrobe Tube |
ESR অর্থাৎ লোহিত কণিকার থিতানোর হার নির্ণয় করা হয় |
বম ক্যালরিমিটার Bom Caloremeter |
এর সাহায্যে যে কোন খাদ্য বস্তুর ক্যালোরি নির্ণয় করা হয় |
আর্ক্ ইনডিকেটর Arc Indicator |
এর সাহায্যে উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধির হার পরিমাপ করা হয় |
অক্সানোমিটার Auxanometer |
এর সাহায্যে উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাপ করা হয় |