বরেন্দ্রভূমি ও দিয়ারা কাকে বলে ? পার্থক্য উল্লেখ করো
বরেন্দ্রভূমি:
উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার দক্ষিণ ভাগে এবং মালদহ জেলার পূর্বভাগের যে অঞ্চলটি প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত হয়েছে তার নাম বারিন্দ বা বরেন্দ্রভূমি ।
দিয়ারা:
মালদহ জেলার পশ্চিম দিক দিয়ে কালিন্দী নদী বয়ে গেছে ।কালিন্দীর দক্ষিণ ভাগের নবীন পলিগঠিত ভূভাগ দিয়ারা নামে পরিচিত ।
বরেন্দ্রভূমি ও দিয়ারার মধ্যে পার্থক্য নিন্মে আলোচনা করা হল –
বিষয় | বরেন্দ্রভূমি | দিয়ারা |
---|---|---|
সংজ্ঞা | মহানন্দা নদীর পূর্বদিকের প্রাচীন সমভূমিকে বরেন্দ্রভূমি বলে । | মালদহ জেলার নবীন পলিযুক্ত মৃত্তিকা অঞ্চলকে দিয়ারা বলে । |
অবস্থান | মহানন্দা নদীর বামতীরে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলার পূর্বাংশে অবস্থিত । | মালদহ জেলার কালিন্দি নদীর দক্ষিনাংশে নবীন পলি হিসাবে অবস্থিত । |
উর্বরতা | মৃত্তিকা অনুর্বর হয়ে পরে । | মৃত্তিকা উর্বর ও সমৃদ্ধ । |
ভূপ্রকৃতি | মাঝে মাঝে উঁচু ঢিবি দেখা যায় । | প্রধানত সমতল প্রকৃতির । |