অ্যাসিটিলিন : সংকেত, প্রকৃতি, উৎস ও প্রস্তুতি, ব্যবহার
অ্যাসিটিলিন কি? What is Acetylene?
অ্যাসিটিলিনের সংকেত : C2H2
অ্যাসিটিলিনের প্রকৃতি :
অ্যাসিটিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন । এর একটি অণুতে দুটি কার্বন পরমাণু পরস্পর ত্রিবন্ধন দ্বারা যুক্ত । এটি বর্ণহীন, মিষ্টি গন্ধযুক্ত দাহ্য গ্যাস ।
অ্যাসিটিলিনের উৎস ও প্রস্তুতি :
কোল গ্যাসের মধ্যে পাওয়া যায় । ক্যালসিয়াম কার্বাইদের সাথে জল মেশালে অ্যাসিটিলিন উৎপন্ন হয় । এছাড়া অ্যালকোহল এবং হাইড্রোকার্বনের দহনের ফলে এই গ্যাস উৎপন্ন হয় ।
অ্যাসিটিলিনের ব্যবহার :
১) কৃত্রিম রাবার ও প্লাস্টিক প্রস্তুতিতে ।
২) আলোক উৎপন্ন করতে ।
৩) অক্সি-অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করে ঝালাইয়ের কাজে ।