THE TRUE STUDY (www.thetruestudy.com) ওয়েবসাইটটি ২০২০ সালে তৈরী করেছি । এর মাধ্যমে আমি বাংলা ভাষায় ছাত্র ছাত্রীদের পড়াশোনা সংক্রান্ত বিষয়টি ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরেছি । এখানে আমি বিভিন্ন প্রশ্নের সমাধান সহজ আকারে তুলে ধরেছি, যাতে ছাত্র / ছাত্রীরা সহজে আয়ত্ত করতে পারে ।
যে যে বিষয়গুলির উপর আমি ফোকাস করেছি –
- গণিত
- জীবন বিজ্ঞান
- ভৌত বিজ্ঞান
- রসায়ন
- ভূগোল
- ইতিহাস
- ভারতের পলিটি
- জেনারেল নলেজ
- জেনারেল মেন্টাল অ্যাবিলিটি
উপরিউক্ত বিষয়গুলি থেকে সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন-উত্তর নিয়ে THE TRUE STUDY -তে আলোচনা করেছি । যেগুলো বিভিন্ন পরিক্ষায় খুব গুরুত্বপূর্ন ।
উপরন্তু যারা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য আমার ওয়েবসাইটটি খুবই গুরুত্বপূর্ণ । WBCS, WBPSC বা অন্যান্য সরকারি চাকরিতে এসেছে বা আসতে পারে এমন বিষয়ের উপর স্টাডি নোটস এবং প্রশ্ন-উত্তর আলোচনা করেছি ।
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমার নোটসগুলি খুব গুরুত্বপূর্ন । তোমরা প্রতিনিয়ত আমার পোস্টগুলো ফলো করতে থাকো । আশাকরি তোমাদের ভালো লাগবে । আমি প্রত্যহ নতুন নতুন প্রশ্ন-উত্তর ও স্টাডি নোটস পোস্ট করতে থাকবো ।
যদি কোনো ছাত্র / ছাত্রী কোন প্রশ্নের সমাধান জানতে চাও বা আমার কোন পোস্ট নিয়ে কোন প্রশ্ন থাকে তবে আমাকে ইমেইল করতে পারো ।
আমার ইমেইল (Email ID) : thetruestudy@gmail.com
আমি তোমাদের উত্তর পাঠিয়ে দেব ।
ধন্যবাদ